উজিরপুরে ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

0
390

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়াজনে উপজেলা আওয়ামীলীগ ও প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করা হয়। ৭ টায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহিলা কলেজের অস্থায়ী স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করেন। বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগ মহিলা কলেজ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত এবং কাঙ্গালী ভোজের আয়াজন করেন। আলোচনা সভায় এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিতা করেন এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শাহ আলম হাওলাদার, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনির, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলার চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সেরনিয়াবাত, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা ঝুমর বালা, সহকারী কর্মকর্তা ভূমি রুম্পা রানী সিকদার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইউনুস আলী, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তারা। এ ছাড়াও উজিরপুর উপজেলার কাজী সমিতির সভাপতি মাওঃ আব্দুর রহিম এর উদ্যোগে বরাকোঠা ইউনিয়ন পরিষদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here