উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে ১০৮টি পুজা মন্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্জ এবং উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসব। ঢাকের বাজনা,কাসার ঘন্টা, শাখের ধ্বনীতে মুখরিত পুজা মন্ডপগুলি। মন্ডপগুলি সাজানো হয়েছে বর্নিল সাজে। প্রতিমা আর মন্ডপগুলিতে দেখা যাচ্ছে নান্দনিকতার ছাপ। বছর ঘুরে দেবীর আগমনীতে হিন্দু ধর্মাবলম্বীদের পুজা ও আনন্দের ঢল। নানান রঙ্গের বাতি দিয়ে সাজিয়েছে পুজা মন্ডপগুলো। পুজা মন্ডপে যেমনি ভক্তদের ভীড় তেমনি দর্শনার্থীদের উপস্থিতি। ভক্তরা প্রতিদিন গান বাজনা নিয়ে মেতে উঠে দিন-রাত পার করছে। উজিরপুর,বামরাইলসহ বিভিন্ন পুজা মন্ডপে দেখা যাচ্ছে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পরা ভির। ভক্তরা জানান এবছর পুজায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দূর্গা পুজা উৎজাপিত হচ্ছে। গতকাল অষ্টমী পুজাতে অশুরকে বধ করাকে কেন্দ্র করে বিভিন্ন পুজা মন্ডপে উল্লাস করে প্রসাদ নিচ্ছেন ভক্তরা।