উজিরপুর প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন এ প¬াস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। গতকাল ৫ আগষ্ট শনিবার সকাল ৯ টায় বরিশালের উজিরপুর স্বাস্থ্য কমপে¬ক্রে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি শহিদুজ্জামান শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত ডি,আইজি মোঃ আকরাম হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, বিভাগীয় সহকারী পরিচালক স্বাস্থ্য বাসুদেব কুমার দাস, উজিরপুর স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা একে.এম শামসুদ্দিনের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, সহকারী কমিশনার ভূমি রুম্পা রানী সিকদার,সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল শাহাবুদ্দিন কবির, ওসি গোলাম ছরোয়ার প্রমূখ। ঐ দিন উজিরপুরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৩১ হাজার ২ শত ২২ জন শিশুদের ভিটামিন এ প¬াস ক্যাপসুল খাওয়ানো হয়।