উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শোলকের ভোষ্টের আঞ্চলিক কার্যালয়ে ইসলামী ডেভলপমেন্ট ব্যাংক এর ফায়েল খায়ের প্রোগ্রামের মূল্যায়ন টিম ভোস্ট সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। ২ আগষ্ট বুধবার বিকেলে ভোষ্টের আঞ্চলিক কার্যালয়ে এফকেপি-আইডিবি এর মূল্যায়ন টিম ভোস্ট সংস্থার মাঠ পর্যায় পরিদর্শন করে সুবিধাভোগীদের সাথে এক মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন আইডিবি’র ইবিলেশন টিম লিডার হাতেমুল বারাক, আইডিবি কনসালট্যান্ট মাইনুল হাসান, মোঃ ইব্রাহিম, প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ, ভোস্টের নির্বাহী পরিচালক, প্রোগ্রাম পরিচালক, ফিন্যান্স কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেন, মনিটরিং অফিসার শাহ আলম তালুকদার, ম্যানেজার লিটন দত্ত প্রমূখ। সভায় সকল সুবিধাভোগীদের কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন ইসলামী ডেপলেপমেন্ট ব্যাংক এর ফায়েল খায়ের প্রোগ্রামের মূল্যায়ন টিম ।