উজিরপুরে মাদকব্যবসায়ী সন্ত্রাসী হামলার স্বীকার মটরসাইকেল চালক

0
1174

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক মটরসাইকেল চালককে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাত যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহতের পিতা আলাউদ্দিন সরদার দুই জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউয়িনের উঃধামুরা গ্রামের দিনমজুর আলাউদ্দিন মোল¬ার ছেলে ইলিয়াস মোল¬া(২৮) এর মটর সাইকেল ১১ আগষ্ট রাত ৯ টায় ভাড়ায় নেয় উঃধামুরা গ্রামের সাহেআলম সরদারের ছেলে মাদকব্যবসায়ী আরিফ সরদার ও তার ভাই সাদ্দাম হোসেন সরদার। ১২ আগষ্ট সন্ধায় মটর সাইকেল ফেরৎ চাইতে তাদের কাছে ইলিয়াস দঃধামুরা ব্রীজের পাশে যায়। মটরসাইকেল ফেরৎ না দিয়ে উল্টো গালি-গালাজ করে। এ নিয়ে উভয়ের মধ্যে সামান্য কথা কাটা-কাটির একপর্যায়ে উলে¬খ্য সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ইলিয়াস মোল¬াকে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত ব্যক্তি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তাদের ভয়ে আতংকে রয়েছে দিনমজুরের পরিবার।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here