উজিরপুর প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ তৌহিদুজ্জামান ইরান, উপাধ্যক্ষ আনিসুর রহমান, প্রভাষক নুরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিল মাহমুদ আউয়াল এর সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মিঠু বেপারী, নাইম হাসান, জিদনি বালী, সজল মৃধা, রানিম সিকদার, শামীম আকন, আল আমিন সরদার, শাওন মৃধা, রিয়াজ মুন্সি, তানভীর হাসান, হামদ ও নাত্ পরিবেশন করেন খাদিজা আক্তার, সাদিয়া ইসলাম, সুস্মিতা জাহান প্রমূখ। আলোচনা সভা শেষে সহস্রাধিক ব্যক্তি কাঙালী ভোজে অংশ গ্রহন করে।