উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের উদ্যোগে শেরে বাংলা বালিকা বিদ্যালয়ে সততা ষ্টোর এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় উদ্বোধনী আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা। বিশেষ অতিথির রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল হক, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন, ম্যানেজিং কমিটির সদস্য শাহিন ভূইয়া, সার্বিক পরিচালনায় সহকারী প্রধান শিক্ষক হরিপদ সরকার, সিনিয়র শিক্ষক সাহাবুদ্দিন, সুমিতা রানী সরকার প্রমূখ। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিক্রেতা বিহিন খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সম্বলিত সততা ষ্টোর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিষ মুল্য তালিকা অনুযায়ী ক্রয় করে ঐ অর্থ নিদ্রিষ্ট বাক্সে জমা করবে।