উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক ২০১৭ নির্বাচিত হয়েছেন উজিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত কুমার মন্ডল ও গুঠিয়া ডহরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খানম। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ৬ ক্লাষ্টার থেকে ২৮টি আইনের উপর ৬ জন শিক্ষক ও ৬ জন শিক্ষিকা বাছাই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। ১২ জন প্রতিযোগীতার মধ্যে প্রথম স্থান অধিকার করেন সুব্রত কুমার মন্ডল ও রাশিদা খানম। বাছাই প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমূখ।