উজিরপুর প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দেশব্যাপী সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে গতকাল সকাল ১১টায় উজিরপুর উপজেলায় ওয়ার্কার্স পার্টির উদ্যোগে জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ২৫তম বার্ষিকীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা চত্বরে উপজেলা সম্পাদক কমরেড ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা নেতা কমরেড এইচ.এম হারুন, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, কমরেড দেলোয়ার হোসেন, ফরিদ হোসেন সিকদার, মঞ্জুর আলম, বিমল চন্দ্র করাতি, ফারুক খান, রফিকুল ইসলাম, টিটু শীল প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন যে, অবিলম্বে রাশেদ খান মেনন হত্যা চেষ্টাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং সকল মৌলবাদী, জঙ্গীবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। উলে¬খ্য ১৯৯২ সালে ১৭ আগষ্ট ঢাকা তোপখানা রোডে সন্ত্রাসীরা কমরেড রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে গুলিবীদ্ধ করে।