উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে সড়ক দুর্ঘটনায় কারসা ফাউন্ডেশনের ম্যানেজার সুফিয়া বেগম (৪০) নিহত হয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সোমবার বেলা ১২টায় উজিরপুর কারসা ফাউন্ডেশন থেকে মোটরসাইকেল যোগে ইচলাদীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে উপজেলা গেট বরাবর আসলে অপরদিক থেকে একটি ইজিবাইক ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। প্রথমে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে। মঙ্গলবার রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৫ সেপ্টেম্বর বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য সুফিয়া বেগম উজিরপ্রু উপজেলার ওটরা ইউনিয়নের মনিরুল মোর্শেদ টুটুলের স্ত্রী। তার পিতা ভবানীপুর গ্রামের মৃত মোতাহার হোসেন। গত ৩ বছর পূর্বে সুফিয়া বেগমের একটি পুত্র সন্তান উপজেলা দীঘিতে গোসল করতে গিয়ে মারা যায়। মৃত্যুকালে তিনি স্বামী একটি ৫ বছরের কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তবে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা সদরের সাথে ৯টি ইউনিয়নের একমাত্র যোগাযোগের সড়কে উপজেলার সামনে দুই পার্শ্বে কোন স্পীড ব্রেকার না থাকার কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়।