উজিরপুরে হারতায় ঐতিহ্যবাহী ১৫৮তম নৌকাবাইচ অনুষ্ঠিত লক্ষাধিক লোকের ঢল

0
585

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের হারতার কচা নদীতে লক্ষী পূজা উপলক্ষে ব্যপক আয়াজনে  ঐতিহ্যবাহী ১৫৮তম নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকেল ৪টায় উপজেলার হারতা সন্ধ্যা নদির শাখা কচা নদিতে নৌকাবাইচ প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ৯টি দল অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেন মাদারীপুরের বিকাশ বাইনের দল,২য় স্থান একই জেলার সুকুমার বাইনের দল,৩য় স্থান সরুপকাঠীর উজ্জল তালুকদারের দল। বাইচ অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদস সদস্য মনিরুল ইসলাম মনি, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুখ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খান, শেরেবাংলা দৌহিত্র ফায়াজুল হক রাজু, উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা, ইসরাত জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক আওলাদ হোসেন ছানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিন্টু লাল মজুমদার। এ অনুষ্ঠান  উপভোগ করার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেনী পেশার লক্ষাধিক মানুষ লঞ্চ,কার্গো,টলারে বাদ্য যন্ত্র নিয়ে নানা রঙ্গের সাজে সজ্জিত হয়ে নদীর দুপারে অবস্থান করে আনন্দ উল্লাসে মেতে উঠে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here