উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত সাড়ে ৮ টায় উজিরপুর মডেল থানার এস.আই তৌহিদুজ্জামানের নের্তৃত্বে এস.আই মুরাদ হোসেন, এ.এস.আই লিটন,মনসুর,হাছানসহ এক দল পুলিশ মিলে ব্যপক অভিযান চালিয়ে উপজেলার বামরাইল বন্দরের জিলানী টেলিকমের সামনে থেকে গৌরনদী উপজেলার ভিমেরপার গ্রামের ফারুখ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদার(২৫), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের ছত্তার ঘরামীর ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ঘরামী(২৪), আগৈরঝাড়া উপজেলার আব্দুর রব সরদারের ছেলে মাদক ব্যবসায়ী রফিকুল সরদার(২৫)কে ৬০পিস ইয়াবাসহ গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরন করেন। উলে¬খ্য ৩ মাদক সম্রাটকে গ্রেফতার করায় চৌকস পুলিশ অফিসার তৌহিদুজ্জামানসহ উজিরপুর মডেল থানার সকল পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। তাদেরকে গ্রেফতার করায় কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে এস.আই তৌহিদুজ্জামান বাদী হয়ে মাদক ব্যবসায়ী তিনজনকে আসামী করে ৯(খ) মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।