উজিরপুর প্রতিনিধি : উজিরপুর বানারীপাড়ায় বিএনপির দলের নেতাকর্মীর মধ্যে কোন বিভাজন নেই, সবাই ঐক্যবদ্ধ রয়েছে, কেহ যদি দলে বিভাজন করার জন্য উড়ে এসে জুড়ে বসে এবং দলের মধ্যে গ্রুপিং করে দলকে দূর্বল করার চেষ্টা করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তবে কোন নেতা যদি দলকে সু-সংগঠিত করার লক্ষে দলের কাজ করে তাদের সাথে আমার কোন বিরোধ নেই, কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু গতকাল ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় বরিশাল বিমানবন্দরে উজিরপুর বানারীপারা থেকে তাকে বিদায় জানাতে আশা শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে একথা বলেন। তিনি আরো বলেন ১০ বছর ধরে উজিরপুর বানারীপাড়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রেখেছি এবং সুখ সুঃখে সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহিন হাওলাদার, যুবদল নেতা আ.ফ.ম সামসুদোহা আজাদ, পনির খান, সৈয়দ ইউসুফ, মনিরুজ্জামান মন্টু, আরিফ হান্নান আবু, ছাত্রদল সভাপতি সাহাবুদ্দিন আকন সাবু, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া ছাত্রদল ও যুবদলের কতিপয় নেতাকর্মীরা এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টুর উপর বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন অপ্রচার করে করে আসছিল। কিন্তু হঠাৎ করে ঐ সকল নেতাকর্মীরাই সান্টুর কাছে ঐ সকল কর্মকান্ডের জন্য দুঃখ প্রকাশ করে তার নেতৃত্বেই উজিরপুর-বানারীপাড়া যুবদল, ছাত্রদল করার অঙ্গীকার করেন।