আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড -এর ৪৪তম পর্ষদীয় সভা সম্প্রতি (২৭ জুলাই ২০১৭, বৃহস্পতিবার) ব্যাংকের নিজস্ব ভবন ‘আল-আরাফাহ্ টাওয়ার’ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ খলিলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্জ আব্দুস সামাদ লাবু, বদিউর রহমান, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ এ. এন. এম. ইয়াহিয়া, আলহাজ্জ আব্দুস সালাম, মোঃ আশিক হোসেন (প্রতিনিধি: ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোঃ লিঃ) এর পক্ষে আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্জ মোঃ সেলিম রহমা (প্রতিনিধি: কেওয়াইসিআর কয়েলস ইন্ডাস্ট্রিজ লিঃ), আলহাজ্জ মোহাম্মদ মাহতাবুর রহমান এর পক্ষে মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্জ নিয়াজ আহমেদ, খন্দকার সাকিব আহমেদ, মোল্লা মাজহারুল মালেক এর পক্ষে আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, মোঃ রফিকুল ইসলাম এর পক্ষে ডাঃ মোঃ শফিউল হায়দার চৌধুরী, মোহাম্মদ ফজলুর রহমান, মিসেস সামছুন নাহার বেগম এর পক্ষে মোঃ আনোয়ার হোসেন, ফরিদ আহমেদ, মোঃ হাবিবুর রহমান (প্রতিনিধি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড) এবং মোঃ আমির উদ্দিন পিপিএম উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউর রহমান, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু তাহের।