একটি অনাথ- অসহায় মানসিক বিকারগ্রস্থ পাগল ৪র্থ শ্রেনীতে অধ্যয়নরত ছাত্রের সুচিকিৎসার জন্য মানবিক আর্থিক সাহায্যের আকুল আবেদন

0
529

এই মর্মে প্রত্যয়ন। বর্ননা করা যাইতেছে যে, মোঃ আপেল মিয়া, পিতা মোঃ আকুমল হোসেন, মাতা Ñ মোছাঃ আনজু আরা বেগম, গ্রামÑ বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রাম, উপজেলাÑ রৌমারী জেলা, কুড়িগ্রাম। সে চর বন্দবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র। গত প্রায় ৮/৯ মাস আগে হঠাৎ করে মানসিক বিকারগ্রস্থ হইয়া পাগল প্রায় অবস্থা।এলাকার সর্ব বয়সীদের সহিত অহরহ অবাঞ্চিত আচারÑ আচরন করাসহ প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটায়। তাহার পিতা নিখোঁজ ও মাতা অভাবী ভার্ষম্যহীন রোগক্রান্ত। তাহাকে এলাকাবাসীর সাহায্যÑ সহযোগিতায় ইতিমধ্যে, পাবনা মানসিক হাসপাতাল, এ নিয়ে যাওয়া হইলেও স্বল্প বয়সের কারনে তথায় ভর্তি করেননি। বর্তমানে তাহার জীবন চলা ও চিকিৎসারকরনের ব্যয়ভার অতিশয় দূরহ হইয়া পড়িয়াছে বিধায় তাহার সার্বিক অবস্থার জন্য সদয় বিবেচনার করিয়া তাহাকে সমাজের সর্ব শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ, ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্য করিয়া একটি অসহায় অবহেলিত শিশুর চিকিৎসা ও প্রান রক্ষার উদাত্ত্ব এগিয়ে আসার জন্য আহবান ও আবেদন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here