এনসিসি ব্যাংকের নতুন এমডি মোসলেহ উদ্দীন

5
3488

প্রতিবেদকঃ

Advertisement

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন মোসলেহ উদ্দীন আহমেদ। এর আগে তিনি একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। মোসলেহ উদ্দীন ২০১৫ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এনসিসি ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দ্য সিটি ব্যাংক লি. এ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট ডিভিশনের ঢাকা অঞ্চলের প্রধান ছিলেন। বাংলাদেশে ষ্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় গুলশান শাখার প্রধান, পরে রিজিওনাল হেড অব ক্রেডিট এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে লিজিং ইউনিটের প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয? থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং বুয়েট থেকে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন এই কৃতি ব্যক্তিত্ব। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি স্টেট ব্যাংক ইন্ডিয়ার স্টাফ কলেজ হায়দ্রাবাদ, দিল্লি ও মুম্বাই থেকে ট্রেড ফাইন্যান্স ও ক্রেডিট ম্যানেজমেন্ট এবং এআইটি, ব্যাংকক থেকে অ্যাডভান্স ক্রেডিট ম্যানেজমেন্টের উপর লং কোর্স শেষ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here