রংপুরের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মাজেন্ট এসোসিয়েশন রংপুর জেলা শাখার সহ-সভাপতি রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ জেনারেল সদস্য ও রংপুর জেলার দোকান মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. ন. ম শরিফুল আলম ডালু লিভারের সমস্যা জনিত কারনে অসুস্থ্য হয়ে বর্তমানে ভারতের হায়দারাবাদ তেলেঙ্গাঁনা এস্টেট প্রদেশের এশিয়ান ইনস্টুটুড অব গ্যাষ্ট্রো প্রন্ট্রোলজি এর ডাঃ মনোহর রেডী এর চিকিৎসাধীন রয়াছেন। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে সংগীত অঙ্গন সহ সকলের নিকট দোয়া প্রার্থী ।