লক্ষ্মীপুর প্রতিনিধি
গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের কমলনগরে মাদরাসা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীঘর্ চার বছর পর সমিতির মৌলিক গণতান্ত্রিক প্রত্রিয়ায় সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মাধ্যমে বিশ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি চরফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা হাবিব উল্লাহ বাহার ও সাধারণ সম্পাদক পশ্চিম লরেন্স বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো.মাকসুদুর রহমান ফরাজী নির্বাচিত হন।
কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা ও হাজিরহাট ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা জায়েদ হোছাইন ফারুকী।
নির্বাচিত সভাপতি- সাধারণ সম্পাদক আগষ্ট ২০১৭ ইং তারিখ থেকে সাংবিধানিকভাবে আগামী দিনে কার্যক্রম পরিচালনা করবেন। হাজিরহাট মাদরাসা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কমিটিকে উপজেলার চৌদ্দটি মাদরাসা প্রতিষ্ঠানের শিক্ষক, অন্যান্য শিক্ষক-সুধীসমাবেশ, রাজনীতিব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার লোকজন ও গণমাধ্যমকর্মীরা অভিনন্দন জানান।