রাঙ্গামাটি প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে ইসলামী ছাত্র শিবির পরিচালিত প্রিজম কোচিং সেন্টার থেকে বিভিন্ন জিহাদি বইসহ শিবিরের ১৮ কর্মীর অভিযোগে আটকের ঘটনায় ছয়জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকী ১২ জনের বয়স নির্ধারণের জন্য তদন্তকারী কর্মকর্তাকে যাচাই করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। রাঙামাটি জজ কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসেনের আদালতে তাদের এই রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। রিমান্ডপ্রাপ্তরা হলেন, আরবান বিন আরাফাত, মো. হাসান, মো. কাউসার, মো. মনির হোসেন, ইমাম হোসেন ও মো. বেলাল হোসেন।
কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) রঞ্জন সামন্ত বলেন, ছয়জনকে দুইদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়, বাকীদের বয়স বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন জমা দেওয়ার নিদের্শ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার কাপ্তাইয়ে ইসলামী ছাত্র শিবির পরিচালিত প্রিজম কোচিং সেন্টার থেকে বিভিন্ন জিহাদি বইসহ শিবিরের ১৮ কর্মীকে আটক পুলিশ।