মোঃ মোজাহারুল ইসলাম ও জাকির হোসেন সুজন কিশোরগঞ্জ , নীলফামারী হইতে ॥
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীর জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় গতকাল রাত সাড়ে ৮ টার দিকে আশরাফ আলীকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, গত ০৮আগস্ট কিশোরগঞ্জ উপজেলার দক্ষিন বড়ভিটার আশরাফ আলী সাবেক সৈনিক {বর্তমানে জাামাতের আমীর} ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোষ্ট করে জাতিয় জঙ্গলের পশু বলে মন্তব্য করে। ছবি ও মন্তব্যটি শেয়ারের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জ থানা পুলিশের নজরে আসে। গত ০৯ আগস্ট কিশোরগঞ্জ থানা পুলিশ জামাতের আমীর আশরাফ আলীকে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। সে বড়ভিটা ইউনিয়নের দক্সিন বড়ভিটা গ্রামের মৃত এছমাইল আলীর ছেলে। এব্যাপারে গ্রাম পুলিশ আবু সায়েম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করে। মামলা নম্বর ০৮/২০১৭। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ ঘটনার বিষয় স্বীকার করে বলেন বড়ভিটার জামাতের আমীর আশরাফ আলী কে আটকের পর মামলা হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।