গংগাচড়ায় বন্যার্তদের পাশে সব সময় লায়ন্স ক্লাব থাকবে…….. জেলা গভর্ণর

0
459

স্টাফ রিপোর্টারঃ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল জেলা ৩১৫ এ১, এ২, বি১, বি২, বি৩, বি৪ এর সৌজন্যে রংপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় ৩১৫ এ২ জেলা গভর্ণর লায়ন মোঃ শরীফুল ইসলাম রিপন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বলেছেন অসহায় মানুষের পাশে সব সময় লায়ন্স ক্লাব থাকবে। রংপুর বিভাগে বন্যা দুর্গতদের পাশে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দ ছিল আছে এবং থাকবে। সমাজের উন্নয়নে ও দুখী মানুষের সেবায় লায়ন্স ক্লাবের সদস্যরা নিরলসভাবে কাজ করছে। যে কোন দুর্যোগকালীন সময়ে লায়ন্স ক্লাবের সদস্যরা দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়ন পরিষদে বানভাসি মানুষদের মাঝে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে ও রংপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লায়ন মোজাম্মেল হক লালু পিজিডি, জেলা ৩১৫ বি২ ১ম ভাইচ জেলা গভর্ণর লায়ন আশফাকুর রহমান, মালটিপল কনভেনশন চেয়ারপারসন এসকে কামরুল, রিজিওনাল চেয়ারম্যান লায়ন মাহমুদ হোসেন পিন্টু, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রংপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আল হেলাল, রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, বগুড়া লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এম এ মান্নান, গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রমুখ। সেক্রেটারি লায়ন আজহারুল ইসলাম দুলাল, ট্রেজারার লায়ন বানিউল আদম বাবু, প্রাক্তন প্রেসিডেন্ট ও কনভেনশন সেক্রেটারী লায়ন এনামুল হক সোহেল, আইপিপি লায়ন এমদাদুল ইসলাম, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আরিফ হোসেন টিটো, লায়ন শহিদুল আনাম তুহিন, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন হাসান মাহাবুব আকতার লোটন, লায়ন মনজিল মুরাদ লাভলু, লায়ন মানিক, লায়ন শাহিন পারভেজ, লায়ন বুলু, মঞ্জুর কাদির,লায়ন্স ক্লাব সৈয়দপুরের প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহাবুদ্দিন আহমেদ, লায়ন্স ক্লাব পার্বতীপুরের প্রেসিডেন্ট লায়ন সালেহ আহমেদ মনজু উপস্থিত ছিলেন। বন্যাদুর্গত এলাকার গজঘন্টা, কোলকোন্দ ও মহিপুর এলাকার পূর্ব ইসলী, জয়রামওযা, ছালাপক  সহস্রাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, স্যালাইন, শুকনো খাবার, খাবার পানির বোতল, মোমবাতি, দিয়াশলাই বিতরণ করেন লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সৈয়দপুর, পার্বতীপুর, বগুড়া ও রংপুর ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here