গ্রেফতার ৯,পাত্র চাই বিজ্ঞাপনে প্রতারণা

0
1751

প্রতিবেদক | পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাতে প্রতারক চক্রের সদস্যরা। এরপর আগ্রহী কেউ যোগাযোগ করলে কৌশলে তাকে ডেকে নেওয়া হয় গোপন আস্তানায়। সেখানে তাকে আটকে রেখে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ। এ চক্রের নারী সদস্যসহ ৯ জনকে গ্রেফতারের পর বুধবার এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার এবং ভুক্তভোগী দুজনকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—আবদুল হালিম, রনি, মোবারক হোসেন, রোজিনা, সেলিম ওরফে ঘটক, মঞ্জু, রফিক, মোস্তফা ও হান্নান মাতব্বর। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও দুই জোড়া হাতকড়া উদ্ধার করা হয়েছে। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার আবদুল বাতেন জানান, চক্রটি কখনও পুলিশ, কখনও সাংবাদিক পরিচয় দিয়ে লোকজনকে ওই বাসায় ডেকে নিয়ে জিম্মি করত। পাশাপাশি ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে লোকজনকে ফাঁদে ফেলে একটি ঘরে আটকে রেখে সেখানে চক্রের নারী সদস্যদের কৌশলে ঢুকিয়ে দেওয়া হতো। এভাবে তাদের বেকায়দায় ফেলে মারধর করে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। এ ছাড়া নারীদের পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বা বিদেশে পাঠানোর নাম করে ডেকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য করত চক্রটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রের সদস্যরা পাত্রী দেখানোর নাম করে আবদুল আজিজ ও আরমান নামে দুজনকে কোনাপাড়ার শাহজালাল রোডের ‘আয়েশা মঞ্জিল’ নামের একটি বাসার চতুর্থ তলায় ডেকে নেয়। এরপর তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ও ওই দুজনকে উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here