চালের দাম সর্বোচ্চ ৪০ টাকার দাবীতে নতুনধারার আন্দোলনে সদস্য হওয়ার আহবান

0
710

ভর্তুকি দিয়ে হলেও চালের দাম সর্বোচ্চ ৪০ টাকা রাখার দাবীতে নতুনধারার দ্বিতীয় দফা ট্রাক র‌্যালী ও পথ সভার পর সদস্য হওয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।  ৩৩ তোপখানা রোডস্থ নতুনধারার কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে অথবা নাম+ঠিকানা+বয়স লিখে ০১৬৭৫১৭৯১৮৯ নম্বরে এসএমএস করে স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক এই কর্মসূচীর সদস্য হতে পারবেন। যে পর্যন্ত চালের দাম ৪০ টাকা কেজী করা না হবে, সে পর্যন্ত লাগাতার বিভিন্ন কর্মসূচী দিয়ে এগিয়ে যাবে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির গণমাধ্যম বিষয়ক সম্পাদক আফরা সুমনা। তিনি বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই গণবান্ধব ও গণমূখি হওয়ায় আমজনতার জন্য নিবেদিত থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের ৩৮ জেলা, ১০২ টি উপজেলা শাখায় লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকের এই আন্দোলনে নতুন সদস্য সংগ্রহের এই কার্যক্রম চলবে চালের দাম কমানোর আন্দোলনকে বেগবান রাখার জন্য। সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ধারার প্রেসিডিয়াম মেম্বার অনুষ্ঠানিকভাবে কর্মসূচীর উদ্বোধন করেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, আহমেদুল কবির খান কিরণ, ভাইস চেয়ারম্যান ফরহাদুল ইসলাম কামাল, ডা. নূরজাহান নীরা, মহাসচিব চঞ্চল মেহমুদ কাশেম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, চেয়ারম্যান-এর রাজনৈতিক উপদেষ্টা সাবেক সেনাকর্মকর্তা (অব.) রহমাতুল্লাহ আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, ফরহাদ শিমুল, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হক পূণম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩ মাসের মধ্যে চালের দাম ৪০ টাকা কেজী করা না হলে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, গণঅনশন সহ বিভিন্ন কর্মসূচী পালন করবে বলেও জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র শান্তা ফারজানা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here