ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীর পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরা কমিউনিটি ফোরামের উদ্যেগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বিকালে স্থানীয় দিবারাত্রি ভিলার নিচ তলায় অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন ফোরামের সভাপতি আলহাজ্ব আবুল খায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজিদুর রহমান সাজিদ, কাউন্সিলর সাহাব উদ্দিন কাজল প্রমূখ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার সার্বিক আইনশৃংখলা বিষয়ে আলোচনা হয় এবং যে কোন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করে এলাকায় শান্তিশৃংখলা বজায় রাখার সার্থে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগীতা কামনা করেন।