সংবাদদাতা, ছাতক,
ছাতকে বিএনপির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে নেতাকর্মিদের ঢল নেমেছে। সকাল থেকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মিছিল সহকারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মিরা ঈদ পূনর্মিলীতে অংশ গ্রহণ করেন। কিছু সময়ের মধ্যে শহরের দলীয় কার্যায়সহ মাঠসহ প্রধান সড়কগুলো নেতাকার্মিদের পদচারনায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। বেলা ২টা থেকে ঈদ পূনর্মিলনী সভা শেষে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি নেতা শামছুল হক নমুর সভাপতিত্বে ও শামছুর রহমান সামছুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সম্পাদক হুমায়ূন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজুর পাবেল, বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, শামসুর রহমান বাবুল। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, রুহুল আমিন, সাদিকুর রহমান সাদিক, লায়েক শাহ, এড. আব্দুল কাহার।