জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসাকে দায়ী করলেন মেয়র খোকন

0
1494

নিজস্ব প্রতিবেদকঃ
টানা বৃষ্টিতে জলজট আর যানজটে যখন চরম ভোগান্তিতে রাজধানীবাসী তখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, বৃষ্টি থামার তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যাবে। যদিও দুপুরে বৃষ্টি থামার পরে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা ছিল পানিতে ডুবন্ত। গতকাল সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকা ছিল পানিতে ডুবন্ত। দুপুরে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজা সংলগ্ন এলাকা পরিদর্শনে এসে মেয়র সাঈদ খোকন এ কথা বলেন। সাঈদ খোকন বলেন, গত কয়েকদিন ধরে ১০০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হওয়ায় রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এজন্য ঢাকা ওয়াসাই দায়ী। ওয়াসার যেসব ড্রেন রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। তাছাড়া, মাস্টারপ্ল্যান করে ঢাকার ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। যে কারণে অতিবৃষ্টি হলে পুরো নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টি থেমে গেলে তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যাবে। ধানমন্ডি এলাকার বৃষ্টির পানি হাতিরঝিল হয়েই প্রবাহিত হতো উল্লেখ করে তিনি আরও বলেন, এখন এ এলাকার অধিকাংশ ড্রেন বন্ধ হয়ে গেছে। এজন্য জলাবদ্ধতা দেখা দিলেই আমাদের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত ইমার্জেন্সি টিম মাঠে নেমে পড়ে। এখনও তারা কাজ করছে। আমরা জলাবদ্ধতা দূর করতে সাধ্যমতো চেষ্টা করছি। এর আগে সকাল থেকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় রাজধানীর রাস্তাগুলোয় যেন নদ-নদীর উথাল ঢেউ, গাড়ি চলার জো নেই। রাস্তার দুই দিকে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে গেছে। তাঁতীবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত হাঁটু পানি জমেছে। আশপাশের অলিগলিও পানিতে ডুবে গেছে। দুপুরে স্কুলফেরত শিক্ষার্থীদের এই পানি দিয়ে হেঁটেই ঘরে ফিরতে দেখা গেছে। অনেক গাড়ির ভেতরে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here