জামালপুর শ্রমিক ইউনিয়নে মালিক সমিতি সভা-পতি ও জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক চাঁদাবাজ ফারুক আহম্মেদ চৌধুরী ও ৮২২ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাবলা সেল্টারে সরকারী বিআরটিসি বাসে অগ্নি সংযোগের চেষ্টা

0
467

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পরিষদ নিয়ন্ত্রিত বাস টার্মিনালে নামধারী শ্রমিক দুই নেতা দলীয় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি দূর্নীতি, অনিয়ম আখরায় পরিণত করেছে। এই থেকে রেহাই পাচ্ছে না বাস মালিক সমিতি। জানা যায়, জামালপুরে সাধারণ জনগণের স্বার্থে জামালপুর থেকে ঢাকা যাওয়ার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কিছু বিআরটিসি উন্নত মানের বাস বরাদ্ধ দিয়েছেন। এরই মধ্যে মাদারগঞ্জ থেকে জামালপুর, জামালপুর থেকে ঢাকা গামী ১টি বিআরটিসি বাস সার্ভিস চালু হয় এবং বুধবার রাত্রি ১১ টার সময় মাদারগঞ্জ থেকে বাসটি চালু করতে গেলে জামালপুরের প্রভাবশালী দুই নেতা সরকারী বিআরটিসির বাসটির ড্রাইভার মোঃ হান্নান ফকির ,হেলপার মোঃ রাব্বিসহ বাসটি জামালপুর বাসটার্মিনালে জোর পূর্বক বেআইনি ভাবে নিয়ে এসে ড্রাইভার ও হেলপারদের মারধরসহ বাসটি পুড়িয়ে দেয়যার হুমকি প্রদান করে। এক র্পযায়ে ড্রাইভার ও হেলপার তাদের জীবন ও বাসটি রক্ষা করতে নারায়ণপুর তদন্তকেন্দ্রে আশ্রয় নেয়। পরদিন বিআরটিসির ট্রাফিক অফিসার আবু তাহের সংবাদ পেয়ে জামালপুরে এসে সকলকে অবগত করেন শ্রমিক নেতা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here