জাল ভোটের মাধ্যমে কালাম ও হক পরিষদের নতুন কমিটির পুনরায় তদন্তের দাবী বনশ্রী বাসীদের

0
914

এম.পি.চৌধুরী:
গত ২২/০৭/২০১৬ ইং তারিখে অনুষ্ঠিত হল রামপুরার বনশ্রী মালিক সমিতির নির্বাচন, অথচ এই নির্বাচনকে ঘিরে রেয়েছে বনশ্রী বাসীর নানা গুঞ্জন, চলছে চায়ের দোকানেও ভোট চুরি ও জাল ভোট দেয়ার নানা চমকপদ গল্প। বনশ্রী বাসী জানায় ভোটের ১ মাস কালাম ও হক নামের প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করেছেন, নানা মসজিদে দিয়েছেন ১০ হতে ১৫ লক্ষ টাকা, পাশাপাশি দায়িত্বে থাকা, নির্বাচন কমিশন ব্যাক্তিদের নানা উপঢৌকন দেয়া হয়েছে, কথা উঠছে যে, যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই ভোট দিয়েছেন, কিন্তু বনশ্রীতে স্থায়ী কিছু প্রবাসে অবস্থান করছে এমন ২৫ ভাগ লোকজনদের ভোট কে বা কারা কিভাবে দিলেন, তাছাড়া বর্তমানে নির্বাচিত হয়ে কালাম ও হক তারা এলাকার উন্নয়নের দিকে মনযোগ দেন না, রাস্তাঘাট পূর্বের মতই রাস্তায় দোকান, বাজার, চাঁদাতোলা হতে মাদকের ব্যবসা আজ প্রতিটি অলিগলিতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা ও ব্যাবসায়ী সাংবাদিককে জানায়, মাদকের ব্যবসা ও নারী ব্যবসা আজ প্রতিটি অলিগলি এবং ফ্লাটে ভাড়ায় চলছে যা, স্থানীয় কমিটির সবাই সহ প্রশাসন ও প্রভাবশালী অর্থের মালিক হওয়ায় তারা এলাকার প্রতি দ্বায়িত্ব অবহেলা করছেন, তাদের পদবী কেনার শখ ছিল কোটি টাকার বিনিময়ে তারা সেটা অর্জন করেছেন, আর কি দরকার, তাছাড়া কালাম ও হক লোকগুলোর ব্যবহার ভালো না তাই আমরা কোন বিষয়ে তাদেও কাছে ভাল কিছু প্রত্যাশা করতে পারি না, এলাকার নারী ও মাদক ব্যবসা যদি তারা বন্ধ করতে না পারেন তাহলে বনশ্রীতে ভাল লোকদের বসবাসের অযোগ্য পড় আর এর জন্য দায়ী থাকবে, কালাম ও হক পরিষদ বনশ্রী বাসীর অনুরেধে ভোটের সঠিক ফলাফল প্রকাশ করা হল-সভাপতি এম, এ,বাতেন চৌধুরী (সাবেক)  ৭১৯  আবুল কালাম (বর্তমান) ৯০০ সহ-সভাপতি এম, এ, তাহের  (সাবেক) ৭৭৫ আজিমুল ইসলাম জীবন (বর্তমান) ৮৩৪ সহ-সভাপতি এস, এম, রফিকুল ইসলাম রউফ (সাবেক) ৭৪৮ নুরুল আলম     (বর্তমান) ৮৪০ সহ-সভাপতি সুলতান আহমেদ (সাবেক) ৭৮০ আবুল বারাকাত (বর্তমান) ৮১৬ সহ- সভাপতি হাবিবুর রহমান হানিফ (সাবেক) ৭৫০ মোঃ আবুল কালাম (বর্তমান) ৮৫০ সহ-সভাপতি কামরুল হাসান শায়ক (সাবেক) ৭৩২  তালুকদার নাঈম মাসুদ (বর্তমান) ৮২৪ সহ-সভাপতি মিজানুর রহমান (সাবেক) ৭৮৩ আতাউর রহমান আতিক (বর্তমান) ৮০৩ সহ-সভাপতি দিদারুল আলম শাহীন (সাবেক) ৭৪১ খোরশেদ আলম (বর্তমান) ৮৪০ সাধারন সম্পাদক নুরুল কবির নিরু (সাবেক) ৭৭৭ আব্দুল হক (বর্তমান) ৮৪০ যুগ্ম-সাধারন সম্পাদক বিল্লাল হোসেন দুলাল (সাবেক) ৭৪০ মহসীন আলী খান (বর্তমান) ৮৫৭ যুগ্ম-সাধারন সম্পাদক এম এ ছালাম (সাবেক) ৭২০ জাহাঙ্গীর হোসেন ভূইয়া (বর্তমান) ৮৭০ আনোয়ার ফরাজী ইমন (সাবেক) ৮১২ আজিজুল হক (বর্তমান) ৭৯৬ সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন (সাবেক) ৭৪৮ এনামুল হক বাবুল (বর্তমান) ৮৫৬ সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব (সাবেক) ৭৫৩ আমির হোসেন (বর্তমান) ৮৩৯  অর্থ-বিষয়ক সম্পাদক ড.এম মুনিরুল ইসলাম (সাবেক) ৭৭৬ নজরুল ইসলাম (বর্তমান) ৮২৯ আইন বিষয়ক সম্পাদক এডবোকেট রাশিদুল ইসলাম (সাবেক) ৭৬৪ এ.বি.এম মাসুদুর রহমান (বর্তমান) ৮৪৫ সহ-আইন বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ (সাবেক) ৭৫৬ আবুল হাসেম (বর্তমান) ৮৪৮  শিক্ষা, ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সহিদুল হক (সাবেক) ৭৫৫ আলহাজ্ব কবি আব্দুল করিম (বর্তমান) ৮৪৪ সহ-শিক্ষা, ক্রিড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ রিপন (সাবেক) ৭৫৮ রহমত উল্লাহ ফকির (বর্তমান) ৮৩৭ সমাজ কল্যান সম্পাদক মহিন উদ্দিন (সাবেক) ৭৬৭  লিয়াকত আলী (সাবেক) ৮৪২ সহ-সমাজ কল্যান সম্পাদক আব্দুল আমিন (সাবেক) ৭৫৩ জজহির রায়হান খান (বর্তমান) ৮৪৭ দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ (সাবেক) ৭৫৯ সাহিনুর ইসলাম ভূইয়া (মাসুম) (বর্তমান) ৮৪৮ সহ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান (সাবেক) ৭৪১ সেলিম গাজী (বর্তমান) ৮৫৭ প্রচার সম্পাদক আমিনুল হক (সাবেক) ৭৪০ লেবু মিয়া (বর্তমান) ৮৪৫ সহ-প্রচার সম্পাদক আলমগীর কবির (সাবেক) ৭৫৬ আইয়ুব আলী খান (বর্তমান) ৮৩৬ নিরাপত্তা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম (সাবেক) ৭৬২ এ বি এম নাজমুল আলম (বর্তমান) ৮৩৪  সহ-নিরাপত্তা বিষয়ক সম্পাদক এমদাদ উল্লাহ (সাবেক)৭৪০ আশরাফ হোসেন মৃধা (বর্তমান) ৮৫৩ রাস্তা মেরামত, উন্নয়ন ও রক্ষণাবেক্ষন বিষয়ক সম্পাদক নুরুল হক নান্নু (সাবেক) ৭৩১ মতিউর রহমান (বর্তমান) ৮৬৪ রাস্তা মেরামত, উন্নয়ন ও রক্ষণাবেক্ষন বিষয়ক সহ-সম্পাদক মাহমুদ হোসেন (আলম) (সাবেক) ৭২৭ ইঞ্জি.এম.এইচ রশীদ (বর্তমান) ৮৬৪ গ্যাস, বিদুৎ, পানি সরবরাহ বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন (সাবেক) ৭৩৮ শহিদুল ইসলাম (বর্তমান) ৮৫৭ গ্যাস, বিদুৎ, পানি সরবরাহ বিষয়ক সহ-সম্পাদক ফারুক খন্দকার (সাবেক) ৭৬৫  জাহাঙ্গীর আলম খান (বর্তমান) ৮১৬ কার্যনির্বাহী সদস্য শহীদুল্লাহ (সাবেক) ৭৫১ দেবাশীষ ভট্টাচার্য (বর্তমান) ৮৩৪ কার্যনির্বাহী সদস্য দুদু মিয়া (সাবেক) ৭৫৫ দেলোয়ার হোসেন (বর্তমান) ৮৩৫  কার্যনির্বাহী সদস্য শাহজাহান মোল্লা (সাবেক) ৭৪১ সফর উদ্দিন (বর্তমান) ৮৪৩ কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন আহমেদ (সাবেক) ৭৭৭ আব্দুল জব্বার (বর্তমান) ৮১১ কার্যনির্বাহী সদস্য শাহ্ আলম (শান্ত) (সাবেক) ৭৩৬ আব্দুল মালেক মিয়া (বর্তমান) ৮৩৭। দক্ষিণ বনশ্রীর রামপুরা বাসীর দাবী ও বক্তব্য কালাম ও হক পরিষদের কোনো উন্নয়ন মূলক কাজকর্ম আমাদের চোখে পড়ে না এলাকায় মাদক ও নারী ব্যবসা বৃদ্ধি পাওয়াতে নিরাপত্তা হীনতায় আছি আমরা বনশ্রীবাসী পুরাতন কমিটির বাতেন ও নিরু পরিষদ থাকতে আমাদের নিরাপত্তাহীনতা, মাদক ও নারী ব্যবসায় ভুগতে হয়নি তাই আমরা নতুনরুপে বনশ্রীর কমিটি দেখতে চাই।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here