তুরাগে শিশু গৃহকর্মির ঝুলন্ত লাশ উদ্ধার

0
1379

জেমস এ.কে. হামিম
রাজধানীর তুরাগের কামার পাড়া পুরাতন বাজার এলাকায় রেজাউল করিমের বাড়ী থেকে মরিয়ম (১০) নামে এক শিশু গৃহকর্মির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দায়ীত্বরত তুরাগ থানার উপ- পরিদর্শক,(এসআই) জেমস ্ জানায়,দুপুর সাড়ে ১২ টার দিকে কেউ একজন থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ঘড়ের জানালার সাথে ওড়না পেচানো অবস্থায় শিশু মড়িয়মের লাশ দেখতে পাই। পরে এসি স্যার ও অপারেশন দুলাল স্যারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশু মরিয়মকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখতে পারে বলে এলাকা বাসির ধারনা। জানাগেছে নিহত মরিয়মের পিতা,মনির পাটোয়ারী,মা রুমি বেগম মহাখালিতে একটি বাসায় গৃহকর্মির কাজ করেন,তাদের গ্রামের বাড়ি শেরপুর। মরিয়ম এখানে তিন মাস যাবত কাজ করতো বলে জানিয়েছেন গৃহকর্তার শ্যালক মো. ফখরুল। গৃহিনি রোকেয়া বেগম গাজীপুরের কাশিমপুর এলাকার শুরুপাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের ১৮ বছরের শারিরিক প্রতিবন্ধী পিংকি নামের এক কন্যা সন্তান রয়েছে,তাকে দেখাশুনা করতো মরিয়ম।
এই বিষয়ে তুরাগ থানার ইন্সটেক্টর অপারেশন মো.দুলাল মিয়া দৈনিক জনতাকে জানান,আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেকে পাঠিয়েছি রিপোর্ট এলেই বিস্তারিত বলা যাবে। আপাদত থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here