তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রোহিঙ্গা সমস্যার সমাধান করুন —— জাতীয় যুব জোট।

0
452

সংবাদ বিজ্ঞপ্তি ঃ
চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করছেন জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট নেতৃবৃন্দ।
০৯ অক্টোবর সোমবার বিকাল ৪টায় হোটেল পালংকির সেমিনার হলে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট কক্সবাজার জেলা সভাপতি রমজান আলী সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন- জাতীয় যুব জোট কক্সবাজার জেলা সহ-সভাপতি আবদুর রহিম, সাংবাদিক এম শাহজাহান চৌধুৃরী শাহীন, জয়নাল আবেদীন কাজল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী, আজম খাঁন, মোঃ আমান উল্লাহ আমান, তৌহিদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক দিদারুল আলম দিদার, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, উখিয়া উপজেলা যুব জোট সভাপতি একরামুল হক কন্ট্রাক্টর, যুব জোট নেতা আব্বাস উদ্দিন, শামসুল আলম, আবদুর রহিম, জিয়া উর রহমান, চকরিয়া উপজেলা যুবজোট আহবায়ক মোঃ কাইছার হামিদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, মোঃ আলমগীর, মহেশখালী উপজেলা যুব জোট আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ লোকমান সরওয়ার, রুবেল হোসেন রানা, আবদুর রহিম, মোঃ শাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দরা বর্তমান দ্বিপাক্ষিক উদ্যোগের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য ত্রিপাক্ষিক উদ্যোগ দরকার বলে উল্লেখ করে তারা বলেন, জাতিসংঘের ভূমিকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধানের প্রক্রিয়া চলছে তারজন্য মাননীয় প্রধানমন্ত্রী ১৪দলীয় নেত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ভুয়ষি প্রশংসা করেন।
পাশাপাশি বর্তমানে রোহিঙ্গাদের পূর্ণবাসনে যে সকল সংস্থা বা প্রতিষ্ঠান কাজ করছে, তাদের প্রকল্পে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় অধিবাসীদের নিয়োগদানের আহবান জানানো হয়।
অন্যদিকে সভায় রোহিঙ্গাদের ত্রাণ তৎপরতায় যে সকল গোষ্ঠী বা ব্যক্তি অংশ নিচ্ছে, সেখানে কোন জঙ্গী সংশ্লিষ্টতা আছে কিনা তা প্রশাসনকে নজরদারীতে রাখার আহবান জানানো হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here