দুর্নীতির টাকা কাউকেই ভোগ করতে দেব না: দুদক মহাপরিচালক

0
541

কর্মকর্তাদের নির্ভয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। আজ বুধবার কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থার উপপরিচালকদের এক প্রশিক্ষণ কোর্সে বক্তব্য দেওয়ার সময় এ নির্দেশ দেন তিনি।
ওই প্রশিক্ষণে কমিশনের উপপরিচালক পদমর্যাদার ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
দুদকের মহাপরিচালক হিসেবে গত মাসে যোগ দিয়েছেন যুগ্ম সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী। এর আগে বন্দর, পরিবেশ, জনস্বাস্থ্য, ভূমি ও বিদ্যুৎ খাতে দায়িত্ব পালনের সময় সরকারি সম্পদ উদ্ধার, রাজস্ব আদায় করে ব্যাপক আলোচিত হন তিনি।
দুদক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মুনীর চৌধুরী বলেন, অভিযানে শুধু রুই-কাতলাদের গ্রেপ্তার নয়, তাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ যথাযথ আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে আনার ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি করে উপার্জিত অর্থ কাউকেই ভোগ করতে দেওয়া হবে না।
নির্ভয়ে ও নিঃশঙ্কচিত্তে দুর্নীতিবিরোধী অভিযান সফল করতে হলে আগে দুদক কর্মকর্তাদেরই দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেন তিনি। দুদকের এ মহাপরিচালক বলেন, দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। শুধু চুনোপুঁটি নয়, পুকুর সেচে পানি শূন্য করে সব মাছ ধরে আনা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here