দেশি মিডিয়ায় ব্যস্ত হচ্ছেন মিস ক্যান্ডি স্বপ্নীল

0
805

বাংলাদেশে মোবাইল অপারেটর, কনসিউমার ব্র্যান্ডসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পণ্যের মডেল স্বপ্নীল দীর্ঘদিন শ্রীলংকায় অবস্থান করে আবারও দেশে ফিরেছেন। ফিরেই নিয়মিত হচ্ছেন মিডিয়ায়।

Advertisement

শিগগিরই আবার বাংলাদেশি মিডিয়ায় নিয়োমিত হচ্ছেন স্বপ্নীল। তিনি শ্রীলংকার শীর্ষস্থানীয় কয়েকটি ম্যাগাজিনের কভার মডেল হওয়ার পাশাপাশি দেশটির টেলিকমিউনিকেশন, ডমিনাস পিজাসহ বিভিন্ন পণ্যের টিভিসি ও বিল বোর্ডের মডেল হিসেবে কাজ করছেন।
সব ছাড়িয়ে ২০১৭ সালের মিস ক্যান্ডি নির্বাচিত হন তিনি। ইতোপূর্বে বাংলাদেশের কেউ এ প্রতিযোগিতায় নির্বাচিত হতে পারেননি। দেশে ফিরেই এটিএন বাংলার সঙ্গে মিস কুইন অফ সাউথ এশিয়া কনটেস্টের অর্গানাইজার হিসেবে কাজ শুরু করেছেন।
এছাড়াও এটিএন বাংলা এবং শ্রীলংকার টিভি চ্যানেল হিরো টিভির জন্য হোস্টি এবং প্রডিউসার হিসেবে কাজ করছেন গুড মর্নিং শ্রীলংকা অনুষ্ঠানের।
এ প্রসঙ্গে স্বপ্নীল বলেন, ‘বাংলাদেশ আমার মাতৃভূমি। এ দেশ আমার জীবনের চেয়ে প্রিয়। যত বড় সাফল্যই পাই না কেন, বাংলাদেশ আমার হৃদয়ের সেরা জায়গাটায় রয়েছে। তাই যখনই সুযোগ হবে, বাংলাদেশে কাজ করব’।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here