ঢাকা জেলার দোহারে ১০০তম এজেন্ট আউটলেট উদ্বোধন করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৮ অক্টোবর, ২০১৭ দোহারের পল্লী বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে আউটলেটটির শুভ উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক বদিউর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আবেদ আহাম্মদ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুর হাসান, ইভিপি ও জোনাল হেড, এআইবিএল ঢাকা দক্ষিণ জোন, কাজী মোঃ ইলিয়াস, ব্যবস্থাপক ভাগ্যকুল শাখা, অধ্যাপক আঃ হান্নান খান, চেয়ারম্যান, মকছুদপুর ইউনিয়ন, মোঃ শাহজাহান মোল্লা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ঢাকা জেলা পরিষদ, জনাব মোঃ আব্দুল কাইয়ুম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও এজেন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোঃ আব্দুল আজিজ মোল্লা, এজেন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পল্লী বাজার এজেন্ট আউটলেট, দোহার, ঢাকা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন- জনাব মোঃ সাখাওয়াত হোসেন, এফএভিপি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ।
উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।
দোহারের পল্লী বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এর ১০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
Advertisement
Advertisement