ধামরাইয়ে আওয়ামিলীগের দু,নেতার কোন্দল চরমে

0
1309

ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি  :
ঢাকার ধামরাইয়ে আওয়ামিলীগের দুই নেতার কোন্দল এখন দিন দিন চরম পর্যায়ে ।
জানাগেছে , ঢাকা-২০ আসনের এমপি এম এ মালেক ও ঢাকা জেলার আওয়ামিলীগের সভাপতি ও সাবেক এম পি বেনজীর আহাম্মেদের মধ্যে চলছে চরম কোন্দল এক নেতা আরেক নেতার বিরুদ্বে লেগেই রয়েছে। দুই নেতার কোন্দলের কারনে আওয়ামিলীগের মাঠ পর্যায়ে নেতা কর্মীরা ও এখন দুই ভাগে বিভক্ত হয়েছে পরেছে । ধামরাইয়ে আওয়ামিলীগের দলীয় কোন কর্মসুচী হলে  দুই নেতা পৃথক পৃথক স্থানে তাদের সমর্থিদের নিয়ে পালন করছে কর্মসুচী গুলো । আগামী ২০১৯ সালের সংসদ নিবার্চনের সময় যত ঘনিয়ে আসছে আরো  দুই নেতা এম এ মালেক ও বেনজীর আহাম্মেদের মধ্যে কাদাঁ ছুড়া ছুড়ির ঘটনা গুলো বেড়েই চলছে। দলীয় মনোনয়ন পেতে দুই নেতাই হাই কমান্ডে দৌড় ঝাপ শুরু করেছে । এদিকে মাঠ গোছাতে শুরু করেছে সাবেক এম পি বেনজীর আহাম্মেদ । ধামরাই পৌরসভা নিবাচর্নের পর থেকেই দ,ুজনের কোন্দল শুরু হয় । নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামিলীগের এক নেত বলেন ,ঢাকা-২০ আসনের মনোনয়ন পেতে সাবেক ও বর্তমান এমপি এখন মরিয়া হয়ে উঠেছে এ নিয়ে আওয়ামিলীগের  দু,গ্রুপেরু মধ্যে যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here