না’গঞ্জে পোশাক কারখানায় ২৬ লাখ টাকা জরিমানা

0
1422

দূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার বি-ব্রাদার্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানাকে ২৬ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। বিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট), ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার পক্ষে সহকারী পরিচালক মোজাহিদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং কারখানায় সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যতীত কারখানা পরিচালনার মাধ্যমে তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করতে দেখা যায়। এছাড়া ইটিপি বন্ধ রেখে কারখানা সৃষ্ট তরল বর্জ্য বাইপাস ড্রেনের মাধ্যমে পার্শ¦বর্তী খালে নির্গমন করে কারখানা পরিচালনা করতে দেখা যায়। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ক্ষতিপূরণ হিসেবে বি-ব্রাদার্স গার্মেন্ট নামে পোশাক কারখানাকে ২৬ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানাকে ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি অতিস্বত্তর ইটিপি নির্মাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে ইটিপি কার্যকর ভাবে চালু রেখে সৃষ্ট তরল বর্জ্যরে মানমাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী নির্ধারিত মানমাত্রার মধ্যে রেখে পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Advertisement

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here