কাজী ফারুক ঃ
এনসিসি ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের সভায় নীরব সমাজসেবক মোঃ নুরুন নেওয়াজ সেলিম ব্যাংকের চেয়ারম্যান পুনঃ নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি আরো ২ মেয়াদে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। সেই সময় তিনি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দক্ষতার পরিচয় দেন। মোঃ নূরুন নেওয়াজ সেলিম দেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। জনাব সেলিম ইলেক্ট্রোমার্ট লিঃ ও ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লিঃ এর চেয়ারম্যান ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর সাবেক চেয়ারম্যান। তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য। এছাড়া ফেনীতে মৌলভী শামসুল করিম কলেজ, নূরুন নেওয়াজ হাই স্কুল, শাহিদা নেওয়াজ কিন্ডার গার্টেন স্কুল, আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী শামসুল করিম মাদ্রাসা প্রতিষ্ঠাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন। তিনি অতি গোপনে এলাকার মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কাজে সহায়তা করেন।
অপরাধ বিচিত্রার যুগ্ম সম্পাদক
কাজী ফারুকের অভিনন্দন ঃ
অপরাধ বিচিত্রার যুগ্ম সম্পাদক ও ফেনী সমিতি ঢাকার আজীবন সদস্য, অনলাইন প্রেস এসোসিয়েশনের চেয়ারম্যান কাজী ফারুক, মোঃ নুরুন নেওয়াজ সেলিম এনসিসি ব্যাংকের চেয়ারম্যান পুনঃ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।