জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর পুষ্ট জেলা প্রশাসনের পুত্র মাহাবুবুল আনাম বাবলা এখন এনাকোন্ডা। হিংস বাঘের মত ৮২২ শ্রমিক ইউনিয়নের চোষে বেড়াচ্ছেন পুরো শ্রমিক ইউনিয়ন। মাহাবুবুল আনাম বাবলা জামালপুর শহরের ৮২২ শ্রমিক ইউনিয়নের দূর্দান্তা চাঁদাবাজ। জামালপুর শহরের ঢাকা টু জামালপুর আন্তঃ নগর, মহানগর প্রত্যেকটি সার্ভিসিং বাস থেকে জিপি ও অন্যান্য চার্জ ছাড়াই ১০০০/- টাকা চাঁদাবাজি করছেন। জামালপুর জেলা ৮২২ শ্রমিক ইউনিয়নের ২০০০ – ২৫০০ শ্রমিকের জিপি ফান্ডের টাকা,কল্যাণ ট্রাস্টের টাকা, এককালীন মাতৃকালীন ভাতার টাকা একাই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। মাদক সেবনকারী জেলা প্রশাসনের পুত্র বাবলা হিংস বাঘের মত পুরো শ্রমিক ইউনিয়নকে চোষে বেড়াচ্ছেন। জামালপুর জেলা ২০০০-২৫০০ শ্রমিকের আইডি কার্ড ইন্যুর টাকা ৫-৬ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। মাতাল এই বাবলা সন্ধ্যা হলেই ৮২২ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় বাস টার্মিনালে মদের গ্যালন নিয়ে বসে বলে অভিযোগ ওঠেছে। জামালপুর জেলা ৮২২ শ্রমিক ইউনিয়নের সুবাদে এই বাবলা কোটি কোটি টাকার মালিক বনে গেছে বলে অভিযোগ ওঠেছে। জেলা প্রশাসনের পুত্র মাহাবুবুল আনাম বাবলা প্রতি বছর ২-৩ বার তার মেয়ের বাসায় আমেরিকার আত্ম গোপনে যায় বলে আরও অভিযোগ ওঠেছে। জেলা প্রশাসেন পুত্র বার বার দল রদবদল করা মাহাবুবুল আনাম বাবলা কখনও জাতীয় পার্টি, কখনো বিএনপি আবার কখনো আওয়ামীলীগ। পাট মন্ত্রী মির্জা আজমের পুষ্ট জেলাপ্রশাসেনর পুত্র মাহাবুবুল আনাম বাবলা দূর্দান্ত চাঁদাবাজ।