পার্লামেন্ট ওয়াচ’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

0
754

 পার্লামেন্ট ওয়াচ এর শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন। গতকাল ১৬ সেপ্টেম্বর ২০১৭, রোজ : শনিবার, বিকাল ৪.০০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পাক্ষিক পার্লামেন্ট ওয়াচ পত্রিকার বর্ণাঢ্য পথচলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন আ.স.ম ফিরোজ এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ন চন্দ্র চন্দ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ড. উৎপল কুমার সরকার, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), সোহেল হায়দার চৌধুরী, সাধারন সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সম্মানীত আলোচক কাজী আবুল কালাম, পরিচালক, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ডা. নিতীশ কান্তি দেবনাথ পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ, ঢাকা। ডা. তাহেরুল ইসলাম খান, প্রোগ্রাম ম্যানেজার (পিএম), ইনস্টিটিউট জনস্বাস্থ্য পুষ্টি, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস), খালেদা খাতুন প্রিন্সিপ্যাল অফিসার, খাদ্য ও পুষ্টি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, প্রধান আতাউর রহমান বাবলু সাবেক সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ এবং সূচনা বক্তব্য রাখেন পার্লামেন্ট ওয়াচ’র মহাসচিব, মো.রফিকুল ইসলাম রিপন।
পার্লামেন্ট ওয়াচ’র মহাসচিব মো. রফিকুল ইসলাম রিপন অনুষ্ঠানের সভাপ্রধান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। বিশেষ অতিথি নারায়ন চন্দ্র চন্দ এমপি, মাননীয় মংস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান পার্লামেন্ট ওয়াচের যুগ্ম মহাসচিব ঐশ্বর্য দেবযাণী। বিশেষ অতিথি বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক, সোহেল হায়দার চৌধুরীকে পার্লামেন্ট ওয়াচ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথির নিকট থেকে সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য আলহাজ্ব মোহাম্মদ হুমায়ূন কবীর, ফলিত পুষ্টি গবেষণায় বিশেষ অবদান স্বরূপ কাজী আবুল কালাম, ডায়েট কাউনসিলিং-এ বিশেষ অবদান স্বরূপ খালেদা খাতুন, স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় ডা. নিতীশ কান্তি দেবনাথ, পুষ্টি সেবায় বিশেষ অবদান রাখায় ডা. তাহেরুল ইসলাম খান, মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য প্রশান্ত মন্ডল, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় কুমারেশ মন্ডল, সেরা মেধাবী হিসেবে চৌধুরী মনির আলমগীর মানিককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here