আল-আমিন এম তাওহীদ ভোলা প্রতিনিধি ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অপসারণের দাবী জানিয়ে। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক বক্তব্য প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা করেছেন ভোলা জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে ভোলা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে। জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক জুলফিকার আহম্মেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিটর এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন (লাভু)। এসময় অন্যন্যাদের মধ্যে অরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পিপি গোলাম মোরশেদ কিরন তালুকদার। এ্যাডভোকেট মাকসুদুর রহমান, বশির উল্লাহ, সহিদুল ইসলাম, স্বপন দে, মামুনুর রহমান, এপিপি মোতাসিম বিল্লাহ, এপিপি সোয়েব হোসেন মামুন, মেসবাহ উদ্দিন প্রমূখ।
এসময় বক্তরা বলেন, অনতিবিলম্বে রায়ের অসাংবিধানিক ও অপ্রাসঙ্গিক প্রত্যাহারের দাবী জানান এবং একই সাথে প্রধান বিচারপতির অপসারণেরও দাবী জানান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ ভোলা। তাদের এ দাবী যদি বাস্তবায়ন না করে তাহলে ভোলার আইনজীবীর বৃহত্তর কর্মসুচী দিতে বাধ্য হবেন বলে তারা বলেন।