ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহা মামলার ‘ফ্যাক্ট অব ইস্যুর’ সঙ্গে সম্পর্কিত নয় এমন ‘অনেক অপ্রাসঙ্গিক’ মন্তব্য করেছেন যার মধ্যে ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই’-এই কথাটিও ছিল; যা শুনে পুরো জাতি আজ মর্মাহত। আর তাই প্রধান বিচারপতির উচিত ও আমাদের দাবি- যতদ্রুত সম্ভব অপ্রাসঙ্গিক মন্তব্যগুলো এক্সপাঞ্জ করা।
শনিবার (১২ আগস্ট) বোয়াফের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালির স্বাধীনতার লড়াইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও তাঁর অবদানের কথা নিশ্চয়ই আমাদের প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেব জানেন। কিন্তু দুঃখজনক হলো, স্বাধীনতার ৪৭ বছর পর হঠাৎ মামলার সাথে সম্পর্কিত না হওয়া সত্বেও এই ধরনের অপ্রাসঙ্গিক কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে যা উদিয়মান যুব সমাজকে বিভ্রান্তকরণ বলেও আমি মনে করছি।
তিঁনি আরও বলেন, সরকার ও বিচার বিভাগ একে অপরের প্রতিপক্ষ না হয়ে বরং দেশ ও জাতির স্বার্থে মামলার সাথে সম্পর্কিত নয় এমন সকল ধরনের অপ্রাসঙ্গিক মন্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগ গ্রহণ এবং প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেব তাঁর বিতর্কিত মন্তব্য এক্সপাঞ্জ করে দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে সময়ের গ্রহণযোগ্য ও সুন্দর ইতিহাস সৃষ্টি করতে পারেন এবং এটা আমাদেরও দাবি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর নেতৃত্ব, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তকর মন্তব্যকারী যেই হোক, এ জাতি কখনো ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।