ভয়াবহ ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এক কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধঃনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৭টা ১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে মাল্যদান। সকাল ১১ টায় রংপুর কাচারী বাজার চত্তরে জেলা এবং মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হইবে। সকল কর্মসূচিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হইল।