প্লাস্টিকের জার ধরে সাঁতরে বাংলাদেশে ১১ রোহিঙ্গা

0
563
প্লাস্টিকের জার ধরে মিয়ানমার থেকে সাঁতরে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পৌঁছেছেন ১১ জন রোহিঙ্গা। বুধবার কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাদের উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম সজীব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তেলের খালি জার নিয়ে সাঁতার কেটে এই ১১ জন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এর মধ্যে পাঁচজন নাফ নদীর পাড়ের কাছাকাছি চলে এলেও অপর ছয়জন দূরে ছিলেন এবং তারা ক্লান্ত হয়ে পড়েন। কোস্টগার্ডের টহল দল তাদের দেখে উদ্ধার করে। এরমধ্যে ১৫ বছরের নিচে তিন শিশু রয়েছে। ২-৩ দিন ধরে তারা সপরিবারে বাংলাদেশে আসার জন্য ওপারের সীমান্তে অবস্থান নেয়। চরম খাদ্য সংকট ও নৌযান না পেয়ে তারা সাঁতার কেটে বাংলাদেশে এসে বিজিবি-কোস্টগার্ডের হাতে উদ্ধার হয়। এরা মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া থেকে নৌযান না পেয়ে সাঁতার কেটে বাংলাদেশে আসছিল। টানা ৭-৮ ঘণ্টা তাদের সাঁতার কাটতে হয়। এদের চিকিৎসা এবং রোহিঙ্গা ক্যাম্পে পাঠাতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here