বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বন্যা দুর্গত প্রায় ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন বন্যা কবলিত গ্রামের প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি শিমুল, বেরোবি সদস্য সচিব মশিউর রহমান, মোখলেছুর রহমান, কমল কুমার শাহ্, গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন প্রমুখ।