বন্যার স্থায়ী সমাধানে কেশবপুরবাসীদের আরও সচেতন হতে হবে — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
423

কেশবপুরে বন্যার স্থায়ী সমাধানে স্থানীয়দের আরও সচেতন হতে হবে। অপরিকল্পিতভাবে যেখানে সেখানে মাছের ঘের নির্মাণ এবং বাঁধ দিয়ে পানির প্রবাহে বাধা দেওয়া বন্ধ করতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বন্যা দুর্গতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। প্রতিমন্ত্রী  বলেন, বন্যার স্থায়ী সমাধানে নদীতে খনন কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্যা দুর্গতরা যাতে তাদের স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে যেতে পারেন, সেজন্য সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেশবপুর উপজেলা পরিষদে কর্মকর্তাদের সাথে কেশবপুরের উন্নয়ন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। ইসমাত আরা কেশবপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে অবগত হন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেশবপুরের ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here