এনামুল হক বাউফল প্রতিনিধি : বাউফল পৌর শহরের পাবলিক মাঠের পশ্চিম পাশে ভয়াবহ অগ্নিকান্ডে জনৈক ফজলুল হক গাজীর দুইটি টিনসেট ঘর সম্পূর্ন ভস্মি ভূত হয়েছে। ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। জানা গেছে, আজ শুক্রবার বিকাল ৩টার দিকে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে জনগণের সহায়তা প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে।