বাঘায় দেদার বিক্রি হচ্ছে নকল প্রসাধনী

0
1196

ঈদ সামনে রেখে বিভিন্ন নামীয় প্রসাধনী সামগ্রী, কোল্ড ড্রিংকস, জুস ও যৌন উত্তেজক পানীয় আমদানি করছেন ব্যবসায়ীরা। বিএসটিআইয়ের অনুমোদন নেই, এমন অনেক ব্র্যান্ডের পণ্য আমদানি করে বাজারে বিক্রি করা হচ্ছে দেদার। উপজেলার বিভিন্ন বাজার এবং রাস্তার পাশে, ভ্রাম্যমাণ ফুটপাতে অপেক্ষাকৃত কম দামের এসব নকল প্রসাধন সামগ্রী বেশি বিক্রি হচ্ছে। সরেজমিন বাঘা উপজেলা সদর, নারায়ণপুর, মনিগ্রাম, মীরগঞ্জ, চ-িপুর, আড়ানী ও তেথুলিয়াসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শ্যাম্পু, সাবান, আফটার শেভ লোশন ও ত্বকে ব্যবহারের ক্রিমসহ বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য নকল করে সে রকমই সুগন্ধি এনে বিক্রি করা হচ্ছে। মাসুদ ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী মাসুদ জানান, তিনি নিজেও বুঝে উঠতে পারেন না, কোনটা আসল কোনটা নকল। অজ্ঞাতসারে অনেকটা ভুল হয়ে যায়। তবে নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার চেষ্টা করেন তিনি। বাঘা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরল ইসলাম বলেন, কোমল পানীয় যেমন স্বাস্থ্যর জন্য ক্ষতিকর তেমনি নকল প্রসাধন সামগ্রী ব্যবহারে ত্বকে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। রাজশাহী বিভাগের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, বাজারে এসব পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য অভিযান পরিচালনা করে জরিমানাও করছেন। তবে সচেতনতার অভাবে অনেক ক্রেতাই এসব পণ্য কেনেন। ক্রেতাদের সচেতনতা জরুরি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here