বাহুবলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
588

মোঃ জমির আলীঃ বাহুবল মডেল থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার এ উপলক্ষে বাহুবল মডেল থানা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম। বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বরত সিনিয়র এএসপি রাসেলুর রহমানের সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম ও বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী আনছারী, মাওলানা আজিজুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক স¤পাদক সুহেল আহমেদ, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ আলী, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা তরুণলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী, উলামালীগ সভাপতি শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, কায়সার মাহমুদ প্রমুখ। সভায় অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম পুলিশের ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থার সঙ্গে আরো স¤পৃক্ত হতে জনগণের প্রতি আহ্বান জানান। তাছাড়া তিনি বাহুবলের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দাঙ্গা-হাঙ্গামা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here