মোঃ জমির আলীঃ বাহুবলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৪৫) কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার মন্ডলকাপন গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র। তার নামে ডাকাতি, ছিনতাই, চুরি, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ আগস্ট রোববার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চলিতাতলা নামক স্থানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ২০ আগস্ট রবিবার ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলার সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের সামনে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে ক্ষত বিক্ষত করে উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মৃত জব্বার মিয়ার পুত্র আব্দুল হামিদকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হামিদ-এর নিথর দেহ উদ্ধারে করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। ঘটনার পরপর পুলিশ সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা গেছে। সিসি টিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুল হামিদ একটি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসা মাত্র একটি সিএনজি অটোরিকশা থেকে ৪/৫ দুর্বৃত্ত নেমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায় আধিপত্য বিস্থারের বিরোধকে ঘিরেই এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।