বিএনপির সাথে আর কোন সংলাপ হবে না- ভোলায় বাণিজ্যমন্ত্রী

0
504

ভোলা প্রতিনিধি॥ ভোলা দৌলতখান উপজেলা আওয়ামীলীগের জনসভায় বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহম্মেদ বলেছেন, বিএনপির সাথে আর কোন সংলাপ হবে না। বিএনপিকে সংলাপের জন্য বার বার আহবান করার পরও তারা আসেনি।
সোমবার বিকাল ৫টার দিকে দৌলতখান উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্ন্তজাতিক বিশ্বে আজকে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশে পরিনত হয়েছে। দেশে কুড়েঁর ঘর নেই, এখন টিনের ঘর। দেশের নিম্ম মধ্যবিত্ত লোকেরাও এখন অনেক ভালো আছে।
দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলি আজম মুকুল এমপি’র সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরনবী চৌধুরী শাওন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলমসহ ভোলা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here