বিএসএফ কর্তৃক কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশী যুুবক হত্যার প্রতিবাদ

0
565

আজ ০৯ অক্টোবর ২০১৭ নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বিবৃতিতে কুষ্টিয়া জেলার  দৌলতপুর উপজেলার নাসিরপাড়া সীমান্তে বাংলাদেশ যুবক বুলবুল হোসেন (২৪), (পিতা-মুবার আলী) হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বিএসএফ এর আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সীমান্ত হত্যা, সার্বভৌমত্বের লংঘন বন্ধ করতে হবে। ফেলানী হত্যার বিচার ত্বরান্বিত করতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে ভারতের আগ্রাসী মনোভাব, পানির ন্যায্য অধিকারের পাওনা দাবি, সীমান্ত হত্যা বন্ধ, সার্বভৌমত্বের লংঘন বন্ধ, অস্ত্র ও মাদক প্রেরণ বন্ধ এবং নারী-শিশু-মানব অঙ্গপ্রতঙ্গ পাচার বন্ধে সোচ্চার হতে হবে।
তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির নিশ্চুপ থাকায় বিস্ময় প্রকাশ করেন ও সমালোচনা করে বলেন, একের পর এক সীমান্ত হত্যার পরও নিশ্চুপ থাকা রহস্য জনক। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের সকল নাগরিককে রক্ষার জন্য সরকার ও সকল রাজনৈতিক দলকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here